আজ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মেমন মাতৃসদন-২ হাসপাতালে করোনা টিকাদান শুরু


নিউজ ডেস্ক: করোনার সংক্রমণ বাড়ার প্রেক্ষিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ব্যবস্থাপনায় নগরীর মেমন জেনারেল হাসপাতালে (মেমন মাতৃসদন–২) শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। আগামী রোববার থেকে আনুষ্ঠানিকভাবে টিকাদান কার্যক্রমের শুরু কথা থাকলেও শেষ মুহূর্তে অনানুষ্ঠানিকভাবে কেবল মেমন–২ হাসপাতালে টিকা দেয়ার সিদ্ধান্ত হয়।

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন বলেন, আগামী রোববার আনুষ্ঠানিকভাবে টিকাদান কার্যক্রম শুরু হবে। যেহেতু আমাদের কাছে টিকা আছে তাই কেউ যাতে এসে ফেরত না যায়, তাই শুধু মেমন–২ হাসপাতালে টিকা দেয়া হয়েছে। আজ (গতকাল) ৬ জনকে টিকা দেয়া হয়েছে।

জানা গেছে, আগামী রোববার থেকে পুরোদমে টিকাদান কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে চসিকের পাঁচটি হাসপাতাল ও দুটি স্বাস্থ্য কেন্দ্রে ৩০০ ভায়াল করে ফাইজারের টিকা মজুদ করা হয়েছে। প্রতি ভায়ালে রয়েছে ছয় ডোজ টিকা। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে শুরুতে ষাটোর্ধ্ব ব্যক্তি ও প্রসূতিদের কেবল টিকা দেয়া হবে। আগ্রহীরা সংশ্লিষ্ট সাত কেন্দ্র থেকে টিকা দিতে পারবেন।

চসিকের সেন্টারগুলো হচ্ছে–সিটি কর্পোরেশন মেমন মাতৃসদন হাসপাতাল, মোস্তফা হাকিম সিটি কর্পোরেশন মাতৃসদন হাসপাতাল, বন্দরটিলা সিটি কর্পোরেশন মাতৃসদন হাসপাতাল, ছাফা মোতালেব সিটি কর্পোরেশন মাতৃসদন হাসপাতাল, পাঁচলাইশ বিবিরহাট সংলগ্ন সিটি কর্পোরেশন নগর স্বাস্থ্য কেন্দ্র এবং কাপাসগোলা সিটি কর্পোরেশন স্বাস্থ্য কেন্দ্র।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর