আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের ইফতার মাহফিল সম্পন্ন


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

চন্দনাইশে সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সোমবার (২৭ মার্চ) উপজেলা সদরস্থ একটি রেস্তোরাঁয় সম্পন্ন হয়েছে।

ইফতারের পুর্বে সংগঠনটির সভাপতি এসএম রাশেদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য আব্দুল কৈয়ুম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন হোটেল কক্সটুডের পরিচালক (অর্থ) আব্দুর রব শাহিন, খানহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি চৌধুরী আমির মোহাম্মদ সাইফুদ্দিন, সাধারণ সম্পাদক আবু সাইদ চৌধুরী, উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, আনোয়ারা সাংবাদিক সমিতি সাধারণ সম্পাদক এনামুল হক নাবিদ, দৈনিক ইত্তেফাক আনোয়ারা প্রতিনিধি জাহেদ হোসেন হৃদয়।

চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ কমরুদ্দীনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, দোহাজারী প্রেসক্লাব সভাপতি এমএ রাজ্জাক রাজ, চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি মাষ্টার নুরুল আলম, দোহাজারী প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বাবলু, চন্দনাইশ প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম মহিউদ্দিন, সাংবাদিক এসএম রহমান, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সিনিয়র সহ-সভাপতি খালেদ রায়হান, যুগ্ম সম্পাদক এমএ মোবিন, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম মোস্তফা, দপ্তর সম্পাদক জাহিদুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক এসএম ওমর ফারুক, সমাজকল্যাণ সম্পাদক হেলাল উদ্দিন নিরব, ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আবির।

উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক এম মাসুদ চৌধুরী, জাহেদ চৌধুরী, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাইসুল আসাদ জয়, গাছবাড়ীয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরিফ হোসেন, ছাত্রলীগ নেতা রিয়াজ, সায়েদ, আরফাত।

দোয়া মোনাজাত পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্তরঙ্গ পরিবেশে অনুষ্ঠিত ইফতারে চন্দনাইশ উপজেলায় কর্মরত প্রবীণ ও নবীন সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর