সাদপন্থীদের শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা


রাকিব ইদ্রিস, ঢাকা প্রতিনিধি

১৩|১১|২০২৪ ইং রোজ বুধবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভারতের মাওলানা সাদের অনুসারীরা,তারা সংবাদ সম্মেলনে মাওলানা জোবায়ের সাহেবের প্রতি ঐক্যের আহ্বান দিয়ে একটি চিঠি পাঠ করেন,চিঠিতে মাওলানা জোবায়ের সাহেব কে খুবই ঠান্ডা মাথায় সম্মানের সাথে অপমান করেন সাদপন্থীরা।

সাদপন্থীদের কথা হল তারা নাকি তাবলীগ জামাতের আলেম-ওলামাদেরকে ঐক্যের চিঠি দিয়ে বারবার আমন্ত্রণ করেন,কিন্তু আলেম ওলামাদেরকে নাকি মাওলানা জোবায়ের সাহেব সাদপন্থীদের বিরুদ্ধে চরমভাবে খেপিয়ে তুলছেন এবং ঐক্যের সামিয়ানা থেকে দূরে ঠেলে দিচ্ছেন, সাদপন্থীরা কিছুটা হুমকির সুরে বলেন মাওলানা সাদ সাহেবকে আসতে না দেওয়া হলে এবং ১৫ তারিখের মধ্যে কাকরাইল মসজিদ খালি করে না দেওয়া হলে প্রয়োজনে আরো একটি ডিসেম্বর সংঘটিত হবে(সাদপন্থীরা ২০১৮ সালের ইজতেমার ময়দানের নির্মম হত্যাকাণ্ডের প্রতি ইঙ্গিত করেন)।

অথচ অপরদিকে তাবলীগ জামাতের নেতৃস্থানীয় উলামা কেরাম এবং সাধারণ আলেম-ওলামা ও মাদ্রাসার তালিবুল এলেমদের সাথে কথা বলে জানা যায় তাদেরকে না মাওলানা জুবায়ের সাহেব খেপিয়ে তুলছেন এবং না ঐক্যের সামিয়ানা থেকে দূরে ঠেলে দিচ্ছেন তারা বলেন যে বরং হক বাতিলের মধ্যে পার্থক্য করার জ্ঞান আমাদের আছে,আমরা কোন ব্যক্তিপূজায় বিশ্বাসী না আমরা কোরআন হাদিসে বিশ্বাসী,মূলত মাওলানা জুবায়ের সাহেব কে অপবাদের মিথ্যা কাঠগড়ায় দাঁড় করিয়ে তারা ২০১৮ সালের হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতে চাচ্ছেন কেমন যেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা,মাওলানা সাদ কোরআন হাদিসের যে অপব্যাখ্যাগুলো করেছিলেন সেগুলো থেকে যদি ফিরে আসেন এবং জাতির সামনে তার ভুলের জন্য স্পষ্ট তওবা করেন তাহলে একই সামিয়ানার নিচে দাওয়াত ও তাবলীগের কাজ করার বিষয়ে তাদের কোন আপত্তি নেই।

সাধারণ আলেম-ওলামা ও মাদ্রাসার তালেবুল এলেমরা আরো বলেন এখন সাদপন্থীরা ঐক্যের সাদা ব্যানার নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে,অথচ ২০১৮ সালের ডিসেম্বরে যখন লাঠি লুঠা নিয়ে হকের ঝান্ডা উড্ডায়নের নাম করে নিরস্ত্র ছোট ছোট ১২ ও ১৩ বছরের বাচ্চা শিশুদেরকে এবং ৫০,৬০ বছরের বৃদ্ধদেরকে বেধড়ক পেটিয়েছিল তখন কোথায় ছিল তাদের ঐক্যের আহ্বান ?
আর এখন যখন দেখছে তাদের গোল আলুর প্রতি কারো আকর্ষণ নেই এখন তারা ঐক্যের সাদা ব্যানার নিয়ে মিডিয়ার দুয়ারে দুয়ারে ঘুরছে,এখন আর কোন ঐক্য নয় এখন সময় শুধু হক প্রতিষ্ঠা করার,মাওলানা সাদ সাহেবের অপবিত্র পদচরণ আমরা এই দেশে ঘটবে দিবনা যতক্ষণ না তিনি জাতির সামনে স্পষ্ট তওবা করছেন ।


Related posts

সাঈদীর কবর জিয়ারতে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪০

Chatgarsangbad.net

সংসদে বিশিষ্টজনদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত

Chatgarsangbad.net

পবিত্র শবে বরাতের তাৎপর্য ও করণীয়

Chatgarsangbad.net

Leave a Comment