সাতকানিয়ায় যুবলীগ ও মৎস্যজীবী লীগের দুই নেতা গ্রেফতার


আব্দুল্লাহ্ আল মারুফ চট্টগ্রাম >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় রাজনৈতিক মামলায় বিশেষ অভিযান চালিয়ে দুই আওয়ামী যুবলীগ ও মৎস্যজীবী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৭ মে) উপজেলার রেল স্টেশন এলাকা ও জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে সাতকানিয়া থানা পুলিশ তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃত মোজাম্মেল হক ভোলা (৩৯)সাতকানিয়া উপজেলার পৌরসভা ৯ নং ওয়ার্ড আশেকের পাড়া এলাকার -মৃত রফিক আহাম্মদ’র পুত্র।ইমরানুল হাসান (২৭),একই উপজেলার চরতী ইউনিয়নের,উত্তর ব্রাহ্মনডেঙ্গা,আসহাব মিয়ার বাড়ী এলাকার -মৃত আসহাব উদ্দিন’র পুত্র।সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান,জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় সাতকানিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে, এবং পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত রাজনৈতিক মামলা রয়েছে। এদের মধ্যে,আসামি মোজাম্মেল হক ভোলা (৩৯) সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সাতকানিয়া উপজেলা মৎসজীবী লীগের সভাপতি ছিলেন।অপরজন ইমরানুল হাসান (২৭)চরতী ইউনিয়ন আওয়ামী লীগের যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি জাহেদুল ইসলাম।পুলিশ জানিয়েছে,অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।


Related posts

মার্কস অল রাউন্ডার চট্টগ্রাম জোনের আঞ্চলিক পর্যায়ে নির্বাচিত শ্রীকর্না ধর

Mohammad Mustafa Kamal Nejami

চন্দনাইশে পবিত্র জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত

Mohammad Mustafa Kamal Nejami

জেলা পরিষদ নির্বাচন: ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা

Chatgarsangbad.net

Leave a Comment