Hom Sliderচট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়ায় এক মুদি দোকানদারকে অর্থদণ্ড


অনলাইন ডেস্ক

সাতকানিয়ায় মুদি দোকানে মূল্য তালিকা না থাকা, লেবেল ছাড়া পণ্য বিক্রয় এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করায় মুদি দোকান ও কাঁচাবাজারে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে সাতকানিয়া ও কেরানিহাট কাঁচাবাজার ও মুদি দোকানে বাজার মনিটরিং টিমের এ অভিযান পরিচালনা করা হয়।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম গণমাধ্যমকে বলেন, অভিযানে মুদি দোকানে মূল্য তালিকা না থাকা, পণ্যের বিক্রয় এবং ক্রয়রশিদ সংরক্ষণ না করায় মুদি দোকান ও কাঁচাবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৯টি মামলায় ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সকল পাইকারি ও খুচরা দোকানে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়।

অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্য এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা। জনস্বার্থে সাতকানিয়া উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।


Related posts

‘বাংলাদেশের প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করছে মূল্যস্ফীতি, চলতি অর্থবছরেও জিডিপি অপরিবর্তিত থাকবে’

Chatgarsangbad.net

বাঁশখালীতে মাদকের টাকা না পেয়ে ছেলের হাতে বাবা খুন

Saddam Hossain

শহীদদের পরিবারের পাশে চট্টগ্রামের জেলা প্রশাসক

Chatgarsangbad.net

Leave a Comment