অনলাইন ডেস্ক
সাতকানিয়ায় মুদি দোকানে মূল্য তালিকা না থাকা, লেবেল ছাড়া পণ্য বিক্রয় এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করায় মুদি দোকান ও কাঁচাবাজারে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে সাতকানিয়া ও কেরানিহাট কাঁচাবাজার ও মুদি দোকানে বাজার মনিটরিং টিমের এ অভিযান পরিচালনা করা হয়।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম গণমাধ্যমকে বলেন, অভিযানে মুদি দোকানে মূল্য তালিকা না থাকা, পণ্যের বিক্রয় এবং ক্রয়রশিদ সংরক্ষণ না করায় মুদি দোকান ও কাঁচাবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৯টি মামলায় ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সকল পাইকারি ও খুচরা দোকানে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্য এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা। জনস্বার্থে সাতকানিয়া উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply