আজ ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় এক মুদি দোকানদারকে অর্থদণ্ড


অনলাইন ডেস্ক

সাতকানিয়ায় মুদি দোকানে মূল্য তালিকা না থাকা, লেবেল ছাড়া পণ্য বিক্রয় এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করায় মুদি দোকান ও কাঁচাবাজারে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে সাতকানিয়া ও কেরানিহাট কাঁচাবাজার ও মুদি দোকানে বাজার মনিটরিং টিমের এ অভিযান পরিচালনা করা হয়।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম গণমাধ্যমকে বলেন, অভিযানে মুদি দোকানে মূল্য তালিকা না থাকা, পণ্যের বিক্রয় এবং ক্রয়রশিদ সংরক্ষণ না করায় মুদি দোকান ও কাঁচাবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৯টি মামলায় ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সকল পাইকারি ও খুচরা দোকানে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়।

অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্য এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা। জনস্বার্থে সাতকানিয়া উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর