রোহিঙ্গা সংকট সমাধানসহ ৭ দফা দাবিতে অবাক পালংখালীর মানববন্ধন কর্মসুচী পালন


শ.ম.গফুর:

“আর নয় অনুপ্রবেশ, রোহিঙ্গা প্রত্যাবাসন চায় বাংলাদেশ” স্লোগানে মুখরিত হয়ে ওঠে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী বাজার।এতে বিভিন্ন পেশাদার হাজারো মানুষের কন্ঠ উচ্চারিত হয়।
দ্রুত সময়ে রোহিঙ্গা সংকট সমাধানের দাবিতে অধিকার বাস্তবায়ন কমিটি(অবাক)পালংখালী

৭ দফা দাবি বাস্তবায়নে এক বিশাল মানববন্ধন কর্মসুচী পালন করেছে।৩ জানুয়ারী বিকেলে পালংখালী স্টেশন চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল হোছাইন।সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার আজাদ।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম.মোক্তার আহমদে, সিনিয়র আইনজীবী ও এডিশনাল পিপি এড.রেজাউল করিম রেজা, আইনজীবী ও তরুণ রাজনীতিবীদ ব্যারিস্টার সাফফাদ ফারদিন রামিম চৌধুরী, পালংখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন মেম্বার, পালংখালী ইউনিয়ন জামায়াতের আমির আবুল আলা রোমান, অধিকার বাস্তবায়ন কমিটি ও জমজম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান, পালংখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন চৌধুরী, পালংখালী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান, উখিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নুল আবেদীন জয়, উখিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিদুয়ানুল আজিজ, অধিকার বাস্তবায়ন কমিটি, পালংখালীর সহ-সভাপতি মুফিজুর রহমান, লুৎফুর রহমান, এসএমজি মুফিজ উদ্দিন, আব্দুল্লাহ জুবায়ের বাপ্পী ও অধিকার বাস্তবায়ন কমিটির সাংগঠনিক সম্পাদক রিদওয়ান ফারাবি সহ সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ছাড়াও পেশাজীবি অন্যান্যরা।

এতে বক্তারা দ্রুত সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন, নতুন রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ,রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয়দের চাকরীতে বিভিন্ন এনজিওতে অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থান সৃষ্টি সহ ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য জোর আহবান জানান।


Related posts

আইআইইউসির মিডিয়া প্রেস পাবলিকেশন অ্যান্ড এডভারটাইজম্যান্ট কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Chatgarsangbad.net

সাতকানিয়া নবাগত ইউএনও’র সঙ্গে সাতকানিয়া উপজেলা এলডিপির সৌজন্য সাক্ষাৎ

Sohel Taj

কর্ণফুলী সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও মতবিনিময়

Chatgarsangbad.net

Leave a Comment