রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার অর্গানাইজিং কমিটির সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক

আগামী ১৩-১৬ ফেব্রুয়ারি চট্টগ্রামের একমাত্র পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু-তে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫’। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে এ উপলক্ষে ফেয়ার অর্গানাইজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন। সভার সভাপতি ফেয়ার সফলভাবে আয়োজন ও সম্পন্ন করার জন্য সবার সার্বিক সহযোগিতা চান। পরে ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে কাজ করতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জমা করা দরপত্র উন্মুক্ত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান, রিজিওনাল কমিটির সদস্য সৈয়দ ইরফানুল আলম, শারিস্থ বিনতে নূর, নুর উদ্দিন আহাম্মদ, মাঈনুল হাসান, ফেয়ার অর্গানাইজিং কমিটির সদস্য রেজাউল করিম, মো. জাফর, হৃষিকেশ চৌধুরী, এ এস এম আবদুল গাফফার মিয়াজী, আশীষ রায় চৌধুরী, এস এম আদীবুল হুদা।


Related posts

আনোয়ারায় প্রধানমন্ত্রীর জনসভায় জনতার ঢল

Chatgarsangbad.net

পোকখালীর গোমাতলীতে অবৈধ বালি উত্তোলন চক্র ফের বেপরোয়া

Mohammad Mustafa Kamal Nejami

চট্টগ্রামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত শ্রমিকদের সমিতি গঠন

Chatgarsangbad.net

Leave a Comment