উত্তর চট্টগ্রামচট্টগ্রামবাছাইকৃত খবর

রাঙ্গুনিয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. রুস্তম আলী। তিনি একই এলাকার আহাম্মদ হোসেনের ছেলে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, পুলিশের অভিযানে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ ছিল তার বিরুদ্ধে।

ওসি আরও বলেন, গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


Related posts

‘বহুতল বাণিজ্যিক ভবন গড়লে রাখতে হবে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা’

Chatgarsangbad.net

চন্দনাইশে এতিমখানাভিত্তিক ফুটবল ও ব্যাটমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন

Chatgarsangbad.net

হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরিক্ষা’র সনদ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

Chatgarsangbad.net

Leave a Comment