আজ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

‘বহুতল বাণিজ্যিক ভবন গড়লে রাখতে হবে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা’


অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, বহুতল বাণিজ্যিক ভবন গড়লে সেখানে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা রাখতে হবে।

মঙ্গলবার (১০ অক্টোবর) জামালখান ওয়ার্ডের দেওয়ানজী পুকুর পাড়ে একটি অভিজাত কনভেনশন হল উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগ হওয়ায় চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়ছে বলেও মন্তব্য করেছেন মেয়র।

এসময় উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি, শৈবাল দাশ সুমন, রুমকি সেনগুপ্ত, চট্টগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি চৌধুরী ফরিদ, এরশাদ মাহমুদ, খালেদ মাহমুদ, সাবেক কাউন্সিলর বিজয় কিষাণ, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নূর আনোয়ার হোসেন (রনজু) রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আবুল কাশেম চিশতি প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর