এস.এ.নয়ন, রাঙ্গুনিয়ায়: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আল-মদিনা ফিসারী ডেইরি ফার্ম নামের একটি মাছের প্রজেক্টের পাড় কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাত ১২ টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড পূর্ব নেজামশাহ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রজেক্টের স্বত্বাধিকারী নুর মোহাম্মদ তালুকদার জানান, প্রায় ১৫ একর জায়গাজুড়ে তিনি দীর্ঘ ১০ বছর ধরে মাছ চাষ করে আসছেন। তবে গত ৪-৫ বছর ধরে বড় মাছ বিক্রি হয়নি। হঠাৎ এই ঘটনায় তার প্রায় ১০-১৫ লক্ষ টাকার মাছ পানির স্রোতে ভেসে যায়।
তিনি আরও বলেন, “ঘটনার রাতে এলাকায় ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল চলছিল। আমরা সবাই সেখানে ছিলাম। মাহফিল শেষে ঘুমাতে যাই। সকালে উঠে পাশের পুকুরে অস্বাভাবিক পানি দেখে সন্দেহ হয়। পরে গিয়ে দেখি আমার প্রজেক্টের পাড় কেটে দেওয়া হয়েছে। ফলে আমার সমস্ত মাছ পাশের বড় ব্রিক ফিল্ডের ডুবায় ভেসে গেছে।”
নুর মোহাম্মদ অভিযোগ করেন, তাকে মাছের প্রজেক্ট থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছে। এর আগেও একবার একইভাবে তার প্রজেক্টের পাড় কেটে ক্ষতি সাধন করা হয়েছিল। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Leave a Reply