রাঙ্গুনিয়ায় বন্ধুর প্রাণ বাঁচাতে গিয়ে প্রাণ দিল কিশোর বিজয়


এস. এ. নয়ন, রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া ইছামতী নদীতে গোসল করতে নেমে বিজয় বড়ুয়া (১৪) নিজের প্রাণ দিয়ে বন্ধুর জীবন রক্ষা করেছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রাঙ্গুনিয়া কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পোয়া পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত বিজয় বড়ুয়া ওই এলাকার সুজন বড়ুয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানান, দুই বন্ধু ইছামতি খালে গোসল করতে নামে। এক বন্ধু সাঁতার না জানায় পানিতে তলিয়ে যাচ্ছিল। সাঁতার জানা বন্ধু বিজয় তার বন্ধুকে বাঁচাতে গিয়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। এতে সাঁতার না জানা বন্ধু বেঁচে যায় কিন্তু সাঁতার জানা বিজয়, বন্ধুর জন্য প্রাণ হারালেন। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

কাউখালী ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে তল্লাশি চালিয়ে বিশ মিনিটের মধ্যে নিখোঁজ বিজয়ের নিথর দেহ উদ্ধার করে। পরে তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 


Related posts

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Chatgarsangbad.net

 চট্টগ্রাম-১৪ আসনের প্রার্থী আলহাজ্ব মাওলানা আব্দুল হামিদ’র নাম ঘোষণা 

Mohammad Mustafa Kamal Nejami

লোহাগাড়ায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment