নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় মা ও শিশু হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারে মিটার লাগাতে গিয়ে বিষ্ফোরণে দগ্ধ হয়েছেন নজরুল (৩৩) নামে এক সুপারভাইজার।
শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে লোহাগাড়ায় মা ও শিশু হাসপাতালে এ ঘটনাটি ঘটেছে।
দগ্ধ নজরুল সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের মো. সৈয়দের ছেলে এবং লোহাগাড়া মা শিশু হাসপাতালের একজন সিনিয়র সুপার ভাইজার বলে জানা গেছে।
লোহাগাড়া মা ও শিশু হাসপাতালের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) আলহাজ নোমান প্রকাশ নোমান মেম্বার জানান, নজরুল হাসপাতালের দ্বিতীয় তলায় অক্সিজেন খালি হওয়া সিলিন্ডারে মিটার লাগাতে গিয়ে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনা হওয়ার সাথে সাথে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসরা তাকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে। উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত সুপারভাইজার নজরুল ইসলামের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষ গ্রহণ করবে বলেও জানান তিনি।
Leave a Reply