
নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীতে তিন ইয়াবা সেবনকারীকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেটের অবশিষ্টাংশ, সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
রবিবার (৯ নভেম্বর) পৌর সদরের গোমদণ্ডী ফুলতল এলাকায় ইয়াব সেবনরত অবস্থায় তাদের আটক করে এ সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন, পৌরসভার পশ্চিম গোমদণ্ডীর মৃত নুর নবীর ছেলে মো.নায়েম উদ্দিন (২৫), আবু সাঈদের ছেলে নাজমুল হাসান (১৯) ও আবুল কালামের ছেলে মো.ওসামা বিন হোসাইন জিয়া (২২)।
এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান ইয়াবা সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। তাদের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুইজনকে ১৪ দিন করে ও অপর একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা চালনায় সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের খ সার্কেলের উপ পরিদর্শক এ কে এম আজাদ।
