বড়দিন উপলক্ষে খ্রিষ্ট ধর্মাম্বলীদের সাথে পুলিশ কমিশনারের শুভেচ্ছা বিনিময়


মোঃ রবিউল হোসেন খান, খুলনা:

বড়দিন উপলক্ষে খ্রিষ্ট ধর্মাম্বলীদের সাথে পুলিশ কমিশনারের শুভেচ্ছা বিনিময় করেন। আজ ২৫ ডিসেম্বর খ্রিষ্ট ধর্মাম্বলীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে সন্ধ্যায় নগরীর বাবুখান রোডের সেন্টজোসেফ চার্জ পরিদর্শন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।

এ সময় প্রভু বিসপ জেমস রমেন বৈরাগী এবং পুরোহিত রেভা: ফা: যাকোব এস বিশ্বাস তাকে সাগত জানান। পুলিশ কমিশনার তাদের সাথে ফুলেল শুভেচছা বিনিময় করেন এবং কেক কাটেন।তিনি গীর্জায় আগত পুর্নার্থীদের উদ্দেশ্য শুভেচ্ছা বক্তব্য বলেন, আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। তারপর ধর্ম।প্রত্যেক ধর্মে শান্তির বানী আছে। সেই শান্তির বানী নিজেদের ধারন করলে কোন বিভেদ থাকে না।আমরা ধর্মিয় সংহতি চাই। আজকের এই দিনে আমরা প্রত্যেকে নিজেদের ব্যাক্তিগত, পারিবারিক, সামাজিক ও জাতীয় জীবনে সুখ সমৃদ্ধি কামনা করবো। এ সময় কেএমপি এডিসি( সাউথ) খুলনা থানার অফিসার ইনচার্জ ও পুর্নার্থীগন উপস্থিত ছিলেন।


Related posts

বিলম্ব ফি ছাড়া এসএসসি পরীক্ষার ফরম ৭ নভেম্বর পর্যন্ত

Chatgarsangbad.net

আবহাওয়ার পূর্বাভাসে দুঃসংবাদ

Chatgarsangbad.net

কিডনি ডায়ালাইসিসে খরচ বাড়ানোয় এবার সড়ক অবরোধ

Chatgarsangbad.net

Leave a Comment