আইন আদালতটপ নিউজসব খবর

ফ্যাসিবাদ যতই প্রভাবশালী হোক, বিচার থেকে রেহাই পায় না-সালাহউদ্দিন

শেখ হাসিনার বিচার,

জুলাই মাসের গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। এ রায়কে “ঐতিহাসিক মাইলফলক” অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং এই রায় ভবিষ্যতে স্বৈরতন্ত্র প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার মতে, অপরাধের তুলনায় সাজা হয়তো আরও কঠোর হতে পারত, তবে এই রায় ভবিষ্যতের যে কোনো সরকার বা ব্যক্তিকে ফ্যাসিবাদী হয়ে ওঠা থেকে বিরত রাখার এক শক্ত বার্তা।

সালাহউদ্দিন আরও বলেন, এই রায় দেখিয়ে দিয়েছে যে ক্ষমতা যতই দৃঢ় হোক বা ফ্যাসিবাদ যতই প্রভাবশালী হোক না কেন, শেষ পর্যন্ত আইন ও বিচার থেকে কেউই রেহাই পায় না।

এর আগে দুপুরে ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। একই মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।


Related posts

সাতকানিয়ায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি-শোভাযাত্রা

Md Maruf

আন্দোলনে নিহত শহীদ ইশমামের বড় ভাইকে চাকরি দিলেন চট্টগ্রাম ডিসি

Md Maruf

‘সংঘর্ষ-সংঘাত কারোরই কাম্য নয়’

Chatgarsangbad.net

Leave a Comment