আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফটিকছড়িতে চোর সন্দেহে ২ জন আটক


ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি এলাকা থেকে চোর সন্দেহে ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

আটককৃতরা হলো— হাটহাজারী উপজেলার মন্দাকিনী এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মো. আলী এবং ধলই ইউনিয়নের পশ্চিম ধলই গ্রামের ভরাণী বাড়ির মৃত সুজিত কুমার দাসের ছেলে রিপন দাস।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সিএনজি, মোটরসাইকেলসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছিল। এতে স্থানীয়রা অতিষ্ঠ হয়ে ওঠেন। রবিবার (৩১ আগস্ট) রাত তিনটার দিকে চুরির চেষ্টা চালালে জনতা ধাওয়া দিয়ে দুজনকে আটক করে।

খবর পেয়ে সকাল ১১টার দিকে ফকিরহাট এলাকা থেকে ফটিকছড়ি থানার এসআই আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে এসআই আব্দুর রাজ্জাক বলেন, আমরা ঘটনাস্থল থেকে দুই চোরকে আটক করে থানায় নিয়ে এসেছি। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে। এসময় তাদের কাছ থেকে একটি সিএনজি ও একটি ধারালো ছুরি জব্দ করা হয়।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর