আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম সাতকানিয়া সেনাবাহিনীর অভিযানে উপজেলার ডলুব্রীজ এলাকা থেকে ইয়াবাহ সহ দুই মাদক সেবি কে আটক করেছে সেনাবাহিনী।সোমবার (২১ জুলাই)সাতকানিয়ায় ডলুব্রীজ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সাতকানিয়া ক্যাম্পের ক্যাপ্টেন লাবিব মাহমুদ।আটককৃত মো: ওয়াহিদ (৩২) উপজলার পশ্চিম ঢেমশা ৩ নং ওয়ার্ড এলাকার আহাম্মদ ছালেক’র পুত্র। নূর হোসেন (৩০)একই এলাকার আব্দুল মোনাফ’র পুত্র।বিকেল ৪ টার দিকে সেনাবাহিনী সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,গোপন সংবাদের ভিত্তিতে ,ক্যাপ্টেন লাবিব মাহমুদ (৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ) সেনাবাহিনী টহল দ্বারা অভিযান চালিয়ে প্রকাশ্যে ইয়াবা সেবন ও বহন করার সময় ঢলু ব্রিজ থেকে তাদেরকে আটক করা হয়।এসময় তাদের হেফাজতে থাকা ০৩ পিস ইয়াবা।২টি মোবাইল উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া গ্রহণের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়।এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাহাদুল ইসলাম বলেন,আসামিরা থানা হাজতে রয়েছেন,তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট হবে এবং ভ্রাম্যমাণ আদালত তাদের সাজা প্রদান করলেই পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply