উত্তর চট্টগ্রামচট্টগ্রামবাছাইকৃত খবর

ফটিকছড়িতে এক প্রবাসীর বাড়িতে দুর্ধষ চুরি


নিউজ ডেস্ক: চট্টগ্রাম ফটিকছড়ি এক প্রবাসীর বাড়িতে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

জানা যায়, দক্ষিণ পাইন্দং ফজর আলী সওদাগর বাড়ির দুবাই প্রবাসী ইয়াসিনের ঘরে চোর চক্র জানালার কাচ ভেঙে ও গ্রীল কেটে প্রবেশ করে নগদ ৫০ হাজার টাকা ও প্রায় ৬-৭ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

শনিবার সকালে পার্শ্ববর্তীরা ঘরের গেইট খোলা ও জানালার কাচ ভাঙা অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন।

প্রতিবেশী রেজাউল করিম জানান, রাতের আধারে চোরেরা জানালার গ্রীল কেটে ঘরে ঢুকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে গেছে। পুরো ঘর এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। ঘটনার আগের দিন প্রবাসী ইয়াসিনের মা চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে যান এবং ঘরের দুই পুত্রবধূ বাপের বাড়িতে বেড়াতে যান। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চোরচক্র এ চুরির ঘটনা ঘটায়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, রাতে টহল পুলিশ শুধু চামারদিঘী এলাকায় বসে থাকে, কিন্তু গ্রামীণ সড়কে কোনো টহল দেখা যায় না। এতে চোরচক্রের দৌরাত্ম্য বেড়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে পাইন্দং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য তাজুল ইসলাম বলেন, আমি সকালে কক্সবাজার থেকে এসে ফেসবুকে ঘটনাটি জানতে পারি, কেউ সরাসরি আমাকে জানায়নি। সম্প্রতি এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসন নিরব রয়েছে। এটি আইন-শৃঙ্খলার স্পষ্ট অবনতি।

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জানা গেছে, চোর চক্র ঘরের পেছনের গ্রীল কেটে প্রবেশ করে দুই পরিবারের মোট ৫০ হাজার টাকা ও প্রায় ৬-৭ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।

তিনি আরও জানান, পার্শ্ববর্তী সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরচক্র শনাক্তের চেষ্টা চলছে। তবে এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।


Related posts

শাহিদা আকতার জাহান জেলা পরিষদ নির্বাচনে সাতকানিয়া-লোহাগাড়া ও বাঁশখালী আসনে সদস্য প্রার্থীঃ চালাচ্ছেন প্রচারণা

Shahidul Islam

কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার জরুরি সভা অনুষ্ঠিত

Chatgarsangbad.net

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অনেক ত্রুটি ধরা পড়েছে: তদন্ত কমিটির মুখপাত্র

Chatgarsangbad.net

Leave a Comment