প্রেম দিবস বলে কথা! একটি নয়, মৌনীকে চার-চারটি হিরের আংটি উপহার স্বামী সুরজের


২৭ জানুয়ারি বিয়ে করেন সুরজ এবং মৌনী। মালয়ালী এবং বাঙালি রীতি মেনে নতুন অধ্যায় শুরু করেন তাঁরা।

বিয়ের গন্ধ এখনও গায়ে লেগে। তায় আবার প্রেম দিবস। স্ত্রী মৌনী রায়কে তাক লাগানো উপহার দিলেন পেশায় ব্যবসায়ী স্বামী সুরজ নাম্বিয়ার।

নায়িকা স্ত্রীকে হিরের আংটি উপহার দিতে চেয়েছিলেন সুরজ। কিন্তু কোন আংটি মৌনীর আঙুলে শোভা পাবে, তা-ই বুঝে উঠতে পারছিলেন না তাঁর স্বামী। অগত্যা একটি নয়, চার-চারটি হিরের আংটি উপহার দেন মৌনীকে। স্বামীর দেওয়া আংটি পরে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো করেছেন বঙ্গতনয়া। লিখেছেন, ‘প্রেম দিবস উপলক্ষে যখন আমার স্বামী যে কোনও একটি উপহার বেছে নিতে পারে না, তখন আমাকে চারটি উপহার দেয়।’ বাক্যটির শেষে একটি আংটির ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি।


Related posts

হজের আনুষ্ঠানিকতা শুরু: ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত মিনা

Mohammad Mustafa Kamal Nejami

আজ ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

Chatgarsangbad.net

বিশ্ব মিতব্যয়িতা দিবস আজ

Chatgarsangbad.net

Leave a Comment