পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ৪ অক্টোবর


নিউজ ডেস্ক: বাংলাদেশের আকাশে মঙ্গলবার ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গিয়েছে। ফলে আজ বুধবার থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী ৪ অক্টোবর শনিবার পবিত্র ফাতেহা–ই–ইয়াজদাহম পালিত হবে।

মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় চাঁদ দেখা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। খবর বাসসের।

সভায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গিয়েছে।

আজ বুধবার থেকে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী ১১ রবিউস সানি ১৪৪৭ হিজরি, ১৯ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ অক্টোবর ২০২৫, শনিবার পবিত্র ফাতেহা–ই–ইয়াজদাহম পালিত হবে।


Related posts

চন্দনাইশের ছৈয়দাবাদে হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ(রহঃ)’র ওরশ শরীফ অনুষ্ঠিত

Chatgarsangbad.net

চট্টগ্রামে বিএনপির আড়াই শতাধিক নেতাকর্মীর সংবর্ধনা

Chatgarsangbad.net

জাতীয় মৎস্য পদক পেলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার

Chatgarsangbad.net

Leave a Comment