পতাকা থেকে কালেমা বাদ দিচ্ছে না সউদী আরব


সউদী আরবের পতাকা এবং জাতীয় সংগীতে কোনো পরিবর্তন আসছে না। এর আগে জানানো হয়েছিল নতুন পতাকাতে আর দেখা যাবে না পবিত্র কালেমা তাইয়েবা। আরবী ও ইংরেজি ভাষায় লেখা থাকবে সউদী আরবের নাম।

পতাকা ও জাতীয় সঙ্গীত নিয়ে শূরা কাউন্সিলের প্রধানের বরাতে গাল্ফ নিউজ জানায়, পতাকা ও জাতীয় সঙ্গীতে কোনো পরিবর্তন আসছে না। মূলত পতাকা ও জাতীয় সঙ্গীত নিয়ে কোন নিয়ম না থাকায় নতুন আইন করা হয়েছে।

নতুন আইনে জাতীয় সঙ্গীত ও পতাকাকে অপমান করা হলে সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড এবং ৩ হাজার রিয়াল জরিমানা ও উভয় দণ্ডের বিধান রাখা হয়েছ।

দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, পতাকার প্রয়োজনীয় সম্মান এবং কালেমাখচিত পতাকাকে অবহেলা ও অনিচ্ছাকৃতভাবে পড়ে যাওয়া থেকে সুরক্ষার জন্য আইন করা হয়েছে।

গত সপ্তাহে পতাকা অবমাননার অভিযোগে চার বাংলাদেশিকে গ্রেফতারও করেছে সউদী পুলিশ। তাদের বিরুদ্ধে সউদী পতাকাকে ময়লার ভাগাড়ে ফেলে অবমাননার অভিযোগ আনা হয়েছে। তারপরই নতুন আইন করার কথা উঠে।

সূত্র : গালফ নিউজ


Related posts

অসচেতনতার কারণে জীবানু থেকে ভয়ংকর রোগ, প্রতিরোধে যা করা দরকার

Chatgarsangbad.net

তারেক রহমানের সহায়তা পৌঁছে দিয়েছেন মীর হেলাল

Chatgarsangbad.net

ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির আওতায় ক্যাশলেস সোসাইটি আমাদের লক্ষ্য: টেলিযোগাযোগ মন্ত্রী

Chatgarsangbad.net

Leave a Comment