চট্টগ্রামদক্ষিণ চট্টগ্রামবাছাইকৃত খবর

পটিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৫


নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়া থানা এলাকায় র‍্যাব-৭ এর অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মাইক্রোবাসসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব সদস্যরা।

রবিবার (৯ নভেম্বর) বেলা ১২টার দিকে তাদের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানিয়েছেন গণমাধ্যমকে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কিছু মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে দুটি হায়েস মাইক্রোবাসযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে আসছে। ওই তথ্যের ভিত্তিতে গত ৮ নভেম্বর (শনিবার) সকাল সাড়ে আটটার দিকে র‍্যাব-৭ এর একটি চৌকস আভিযানিক দল পটিয়া উপজেলার মোজাফফরাবাদ কাদের ফিলিং স্টেশনের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট স্থাপন করেন।

চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন দুটি মাইক্রোবাস সেখানে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালানোর চেষ্টা করে। র‍্যাব সদস্যরা ধাওয়া করে মেসার্স নজরুল এন্ড কোম্পানি ফিলিং স্টেশনের সামনে একটি মাইক্রোবাস আটক করতে সক্ষম হয়।

তল্লাশিকালে গাড়ি থেকে আটক করা হয় লক্ষীপুর জেলার লক্ষীপুর সদর থানার পাটোয়ারী বাড়ির আব্দুল মতিনের ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন (৪১), কুমিল্লা জেলার মুরাদনগর থানার রসুলপুর গ্রামের ফিরোজের ছেলে মো. মাঈন উদ্দিন (৩০), পটিয়া পৌরসভার হাবিবুর পাড়ার আবদুল হামিদের ছেলে মো. রাশেদুল আলম (৩৮), একই উপজেলার কাগজীপাড়া আল্লাই এলাকার সিদ্দিক আহমদের ছেলে মো. জসিম উদ্দিন (৪১) ও জামালপুর জেলার সরিষাবাড়ী থানার আবদুস সামাদ তরফদারের ছেলে মো. জুনায়েদ তানভীর তরফদারকে (২৯)।

তল্লাশি চলাকালে প্রথম অভিযুক্তের পকেট থেকে ১০ পিস ইয়াবা এবং গাড়ির সিটের নিচ থেকে ২ লক্ষ ৪৩ হাজার ৫১৫ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যমতে, পটিয়া থানার কচুয়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের অপর একটি মাইক্রোবাসের ভেতরে রাখা ছাই রঙের ব্যাগ থেকে সুকৌশলে লুকানো অবস্থায় ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব-৭ আরো জানায়, উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, র‍্যাব সবসময় মাদক নির্মূলে বদ্ধপরিকর। মাদক ব্যবসায়ীদের কোনও ছাড় নেই। সমাজ থেকে মাদক নির্মূলে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Related posts

মহেশখালীতে ৫০ একর বনভূমি জবর দখলমুক্ত করলো বনবিভাগ

Chatgarsangbad.net

বোয়ালখালীতে শ্রমিক-পুলিশ সংঘষ, আহত ২০

Chatgarsangbad.net

বঙ্গবন্ধু সব ধর্মের মানুষের জন্য শান্তির দেশ গড়তে চেয়েছিলেন : শামীম

Chatgarsangbad.net

Leave a Comment