আজ ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় পল্লীশ্রী খেলাঘরের আয়োজনে প্রদীপ ভট্টাচার্য্যের শোকসভা


 

নিজস্ব প্রতিবেদক:

খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, পল্লীশ্রী খেলাঘর আসরের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ছড়াকার-লেখক প্রদীপ ভট্টাচার্য্য ছিলেন অসাম্প্রদায়িক, মানবিক, বৈষম্যহীন দেশ গড়ার কারিগর।
৫ অক্টোবর ২০২৫ রোববার বিকেলে পটিয়ার গৈড়লাস্থ পল্লীশ্রী খেলাঘর আসর আয়োজিত শোকসভায় বক্তারা এ কথা বলেন।
আসরের অস্থায়ী কার্যালয়ে খেলাঘর সংগঠক সমর চন্দ্র দত্তের সভাপতিত্বে ও হৃদয় চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন খেলাঘর- চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক এবিএম আবু নোমান, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি চৌধুরী বাবুল, চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সাধারণ সম্পাদ প্রকৌশলী চন্দন দাশ,খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল ফজল বাবুল, শোভন সেন গুপ্ত, সাধারণ সম্পাদক এডভোকেট শৈবাল আদিত্য, সহ সভাপতি অধ্যাপক ভগীরথ দাশ, অধ্যাপক বিপ্লব কুমার বসু, সাবেক সহ সভাপতি ডা. অজিত দেব, বোয়ালখালী উপজেলার সাধারণ সম্পাদক কাজল নন্দী, দেশপ্রিয় খেলাঘর আসরের সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল, শঙ্খতট খেলাঘর আসরের সভাপতি মাস্টার নুরুল আবছার, সাধারণ সম্পাদক সুব্রত দেব সজীব, দীপায়ন খেলাঘর আসরের সংগঠক নন্দদুলাল চৌধুরী, পল্লীশ্রী খেলাঘরের সংগঠক পংকজ দাশগুপ্ত, শম্ভুনাথ ভট্টাচার্য্য, অলক ভট্টাচার্য্য, নিপু সুত্রধর, সুমন লালা, সুপন ভট্টাচার্য্য প্রমুখ।
শোকসভার শুরুতে প্রয়াত প্রদীপ ভট্টাচার্য্যের সমাধিতে পুষ্পস্তবক প্রদান করে শ্রদ্ধা জানান খেলাঘর নেতৃবৃন্দ।
শোকসভা শেষে অলক ভট্টাচার্য্যকে আহবায়ক, নিপু সুত্রধর ও সুমন লালাকে যুগ্ন আহবায়ক ও হৃদয় চক্রবতীকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট পল্লীশ্রী খেলাঘর আসরের কমিটি গঠিত হয়।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর