নিউজ ডেস্ক: পতেঙ্গার জেলেপাড়া সৈকত পল্লীতে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বন্ধনের আয়োজনে শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা থেকে বসেছে ব্যতিক্রমী আয়োজন ‘বিজয়া সম্মিলনী,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির সহ প্রচার সম্পাদক সাংবাদিক এস কে সাগরের সভাপতিত্বে এবং স্কুল শিক্ষিকা অনু রানী শীলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির অন্যতম সদস্য সমাজ সেবক উজ্জ্বল ধর। বিশেষ অতিথি ছিলেন, জন্মাষ্টমী উদযাপন পরিষদ মহানগর কমিটির সদস্য সাগর দাশ,জেলেপাড়া সৈকত পল্লী সামাজিক সংগঠনের সভাপতি মিলন দাশ,জেলেপাড়া সৈকত পল্লী শ্রীশ্রী রাধা কৃষ্ণ মন্দির কমিটির সহ-সভাপতি আজালা দাস।
এসময় আরও উপস্থিত ছিলেন, দীনেশ চন্দ্র দাশ, কাজল দাস, বিকাশ দাশ,সুজন দাশ,পলাশ দাস,সুমন দাশ,রুপন দাস, রুপালি দাস,সঙ্গীতা দাশ,রীনা দাশ,টুম্পা দে, পম্পি দাশ,রিংকু দাস,সুমা দাশ, শ্রীকর্ন্যা ধর,নিত্তিকা দাস। প্রধান অতিথির বক্তব্যে উজ্জ্বল ধর বলেন, সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা শেষ হলেও,কিন্তু পূজার মায়া এখনো কাটেনি। তিনি আরও বলেন, আমাদের সন্তানদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা থাকতে হবে।সুন্দর সমাজ বির্নিমানে খেলাধুলার বিকল্প নেই। এরপর বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে তিনি পুরস্কার তুলে দেন।
Leave a Reply