অন্যান্য

নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইঁট ভাটায় প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা


আনোয়ার হোছাইন,(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি >>> বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে অবৈধ ইঁট ভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে। সরকারি নির্দেশ অমান্য করে ইট ভাটার কার্যক্রাম পরিচালনার দায়ে এ জরিমানা আদায় করা হয়।বুধবার (৫ মার্চ) বেলা ১২ টার দিকে উপজেলার ঘুমধুমে অবৈধ ইঁট ভাটায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ও বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে পরিচালিত ইটভাটা ও সংশ্লিষ্ট কাজ থেকে বিরত থাকতে ইটভাটা মালিককে সর্তক করেন (ইউএনও)।জানা যায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-এর বিভিন্ন ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে মেসার্স এএসফি ব্রিক ফিল্ডের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অবৈধভাবে পরিচালিত ইটভাটা ও সংশ্লিষ্ট কাজে বিরত থাকতে ইটভাটা মালিকদের সর্তক করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যগণ এবং বান্দরবান পরিবেশ অধিদপ্তর।


Related posts

উখিয়ায় ৬৪ বিজিবি’র যাত্রা:উদ্ধোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

Md Maruf

পটিয়ায় নিউরন হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার উদ্বোধন

Md Maruf

রাঙ্গুনিয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা পূজা মণ্ডপ পরিদর্শন 

Md Maruf

Leave a Comment