নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম সাতকানিয়া থানা পুলিশের ভিযানে রাজনৈতিক মামলার ও সিআর পরোয়ানাভুক্ত ৪ আসামী গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আবদুল করিম ওরফে ডু করিম।,উপজেলার কাঞ্চনা ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড এলাকার -মৃত, হাজী কালু মিয়ার ছেলে।মোঃ জাহাঙ্গীর(২৮), একই উপজেলার বাজালিয়া ইউনিয়নের কমিরাপাড়া এলাকার মালেক ড্রাইভারের ছেলে।মোঃ তারেক প্রঃ আজাদ,একই উপজেলার ছদাহা ইউনিয়নের আমির হামজা বাড়ি এলাকা মৃত তৈয়ব আলী’রছেলে। আসামী মোঃ নাজিম উদ্দিন একই উপজেলার বিওসির মোর,কাঠগর এলাকার,মৃত আহামুদুর রহমান’র ছেলে।
সাতকানিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply