চট্টগ্রামবাছাইকৃত খবরমহানগর

নন্দনকাননের বোস ব্রাদার্স মিষ্টির দোকানে অভিযান, জরিমানা ৩ লাখ


নিউজ ডেস্ক : চট্টগ্রামে নামিদামি দুটি মিষ্টির দোকানে হানা দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক ও মাসুমা আক্তার কণা। এ সময় ক্ষতিকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণসহ নানাবিধ অসংগতি পাওয়ায় দুই দোকানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) নগরের এনায়েত বাজার মোড়ের রয়েল বাংলা সুইটস ও নন্দনকাননের বোস ব্রাদার্স মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে।

চট্টগ্রামের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বোস ব্রাদার্সে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ, খাদ্যপণ্যে ইঁদুর, তেলাপোকা, চিকা, টিকটিকির উপস্থিতি, অনিবন্ধিত উপায়ে অসুস্থ খাদ্য, কর্মীদের দিয়ে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, লেবেলিংয়ের নিয়ম লঙ্ঘন, কিচেনে আবর্জনা সংরক্ষণসহ নানা অসংগতি দেখা যায়। তাই প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে, অভিযানকালে রয়েল বাংলা সুইটস হাউসে মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ, খাদ্যপণ্য লেবেলিংয়ে নির্ধারিত প্রক্রিয়া ছাড়াই অসম্পূর্ণ লেবেলিংসহ নানাবিধ অসংগতি দেখা যায়। তাই প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Related posts

চট্টগ্রামে ডেঙ্গুজ্বরে আরো ৮৮ জন হাসপাতালে ভর্তি

Chatgarsangbad.net

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ

Chatgarsangbad.net

বোয়ালখালী অলিবেকারী ও কানুনগোপাড়া ভ্রাম্যমান আদালতের অভিযান

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment