Hom Sliderচট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

দেশ গঠনে চট্টগ্রামের ভূমিকা অপরিসীম: চন্দনাইশ ইউএনও রাজিব


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন বলেছেন- চট্টগ্রাম একটি চমৎকার উর্বর জায়গা। এখানে অনেক জ্ঞানী-গুণী মানুষ জন্মগ্রহণ করেছেন। যারা ধর্ম সাহিত্য-সংস্কৃতি এবং রাজনীতিতে অনেক এগিয়ে। দেশ গঠনে চট্টগ্রামের ভূমিকা অপরিসীম। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এটা আমরা জানি। কুরআন হাদিসের প্রত্যেকটা আয়াত এবং হাদিস যদি আমরা আমল করি তাহলে তারমধ্যে আমাদের জন্য সুন্দর আদর্শ রয়েছে। যারা লেখক রয়েছেন তাঁদেরকে মূল্যায়ন করতে হবে, উৎসাহিত করতে হবে। যাতে ইতিহাস ঐতিহ্য নতুন প্রজন্ম জানতে পারে। প্রতিটি প্রতিষ্ঠান, লাইব্রেরি ইত্যাদিতে চন্দনাইশের আউলিয়া কেরাম ও ওলামা মশায়েখ বইটি থাকলে শিক্ষক-শিক্ষার্থীসহ সকলে উপকৃত হবেন। ১৮ নভেম্বর সকাল ১০টায় উপজেলা কনফারেন্স রুমে চন্দনাইশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, শিক্ষাবিদ মাওলানা মোহাম্মদ মোজাহেরুল কাদেরের ২৫ তম প্রকাশনা “চন্দনাইশের আউলিয়া কেরাম ও ওলামা মাশায়েখ” গ্রন্থের প্রকাশনা উৎসবে ইউএনও প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

লেখক মাওলানা মোহাম্মদ মোজাহেরুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন। মুখ্য আলোচক ছিলেন ঢাকার সুপ্রিম কোর্ট মসজিদ ঢাকার মুফাসসিরে কুরআন পীরজাদা কারী খন্দকার মুহাম্মদ শহিদুল হক। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. ইমরান আল হোসাইন, উপজেলা প্রকৌশলী জুনাইদ আবছার চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, উপজেলা সহকারী শিক্ষা অফিসার তপন কান্তি পোদ্দার, চন্দনাইশ সোনালী ব্যাংকের ম্যানেজার মো. নজরুল ইসলাম, ইসলামী ব্যাংক- চন্দনাইশ শাখার ম্যানেজার মো. এনামুল হক, দোহাজারী সোনালী ব্যাংকের ম্যানেজার টিএম আতিকুল্লাহ ইসলামাবাবাদী ও সাবেক উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান আহসানুল কবির সুজন।

ছড়াকার ও লেখক সৈয়দ শিবলী ছাদেক কফিলের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন রাজনীতিক কাজী কুতুব উদ্দিন, দোহাজারী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আহমদ, ফাতেমা জিন্নাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান আলী, এনজিও পিপিএস-র নির্বাহী পরিচালক মো. নুরুল হক, ওডেব এরিয়া অফিসার মো. মাহমুদুল হক, জাগ্রত মহিলা সমিতির সভাপ্রধান সঞ্চিতা বড়ুয়া, ইউপি সদস্য আয়েশা আক্তার আজাদী, সাবেক পৌর কাউন্সিলর কহিনুর আক্তার, হাসনারা বেগম, দারুল ইহসান ইসলামিক সেন্টার ট্রাস্টের পরিচালক আলহাজ্ব একেএম নজরুল ইসলাম, সাংবাদিক আবুল হাশেম, সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সাংবাদিক ল মোকতার আহমদ, সাংবাদিক হামিদুর রহমান সাকিল, অবসর প্রাপ্ত পুলিশ অফিসার মো. শফি, শাহাবুদ্দিন প্রমুখ। পরিশেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মুনাজাত করা হয়। অনুষ্ঠানে মিলাদ ও কিয়াম পরিচালনা করেন সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী।


Related posts

কর্ণফুলী উপজেলা প্রশাসন উদ্যোগে “স্মার্ট চট্টগ্রাম বেস্ট আইডিয়া এওয়ার্ড” কর্মশালা অনুষ্ঠিত

Chatgarsangbad.net

আলকরন ওয়ার্ড আওয়ামীলীগের তৃণমূল নেতা ও কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Chatgarsangbad.net

হালদায় পুরোদমে ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ, আহরণকারীদের মুখে হাসি

Chatgarsangbad.net

Leave a Comment