আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্ণফুলী উপজেলা প্রশাসন উদ্যোগে “স্মার্ট চট্টগ্রাম বেস্ট আইডিয়া এওয়ার্ড” কর্মশালা অনুষ্ঠিত


ওসমান হোসাইন, কর্ণফুলী

স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৩ এর আওতায় প্রধানমন্ত্রী কতৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশ ভিশন-২০৪১ প্রতিষ্ঠা এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে চট্টগ্রামের কর্ণফুলীতে “স্মার্ট চট্টগ্রাম বেস্ট আইডিয়া এওয়ার্ড” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্ণফুলী উপজেলা প্রশাসনের আয়োজনে “স্মার্ট চট্টগ্রাম বেস্ট আইডিয়া এওয়ার্ড” কর্মশালা (১৭ এপ্রিল) সোমবার বিকাল ২.৩০মি.উপজেলা পরিষদের অস্থায়ী মিলায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ আবদুল মালেক।


কর্ণফুলী উপজেলা প্রশাসন এ কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক , এনজিওএবং উপজেলার সংশ্লিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

উপস্থিত সকলকে স্মার্ট চট্টগ্রাম বেস্ট আইডিয়া ১০টি ভাগে বিভক্ত করে বিভিন্ন বিষয় ভিত্তিক প্রকল্পের মাধ্যমে স্মার্ট চট্টগ্রাম আইডিয়া গ্রহণ করা হয়।

কর্মশালায় প্রতিযোগিতার বিষয় নির্ধারিত ছিল ১ স্মার্ট সিটি, ২ স্মার্ট ভিলেজ, ৩ স্মার্ট শিক্ষা, ৪স্মার্ট স্বাস্থ্যসেবা, ৫ স্মার্ট সামাজিক সুরক্ষা,৬ স্মার্ট কৃষি, ৭ স্মার্ট ম্যানুফ্যাকচারিং, ৮ স্মার্ট সেবা খাত, ৯স্মার্ট প্রশাসন ১০ স্মার্ট ইউটিলিটি।

উক্ত দশটি উপর স্মার্ট চট্টগ্রাম বিনির্মাণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তাদের সুন্দর পরামর্শ ও পরিকল্পনা লিখত আকারে মূল‍্যায়ন উপকারিতা ব‍াস্তবায়ন সুযোগ সুবিধার দিকগুলো উপস্থাপন করেন।

প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ আবদুল মালেক বলেন চট্টগ্রামের যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে স্মার্ট চট্টগ্রাম আইডিয়া বা প্রস্তাব সংগ্রহ করা হবে । সেই জন্য চট্টগ্রাম জেলা ও উপজেলা প্রশাসন ওয়েবসাইট মধ্যে গুগল সাইটে” স্মার্ট চট্টগ্রাম বেস্ট আইডিয়া মতামত দিতে পারবেন।

প্রত্যেক উপজেলায় ৩ জন করে এবং মহানগর এলাকায় ৫ জন বিজয়ী নির্বাচন করা হবে। প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা করে প্রত্যেক উপজেলায় ১ লাখ টাকা দেয়া হবে।

সকল উপজেলা থেকে প্রাপ্ত প্রস্তাবসমূহ এবং মহানগরের ৫টিসহ মোট ৫০টি আইডিয়া নিয়ে আমরা একটি ফেস্টিভ্যাল এর ব্যবস্থা করব। সেখান থেকে সেরা ৩টি “স্মার্ট চট্টগ্রাম বেস্ট আইডিয়াকে আমরা নির্বাচন ও পুরস্কৃত করব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর