তাকওয়া মানুষের চরিত্রকে সংশোধন করে


কাঞ্চনা শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের বার্ষিক সভায় মাওলানা মহিউদ্দিন মজিদি

তাকওয়া মানব জীবনের অমূল্য সম্পদ। তাকওয়া মানুষের আখলাক বা চরিত্রকে সংশোধন করে। মু’মিনের ঈমানকে মজবুত করে। মু’মিনে নাকেচকে মুমিনে কামেলে পরিনত করে। তাকওয়া মানুষকে সৃষ্টি ও স্রষ্টার নিকট মর্যাদা দান করে। দুনিয়া ও আখেরাতের উন্নতির চরম শিখরে পৌঁছে দেয়। আজ একমাত্র তাকওয়ার অভাবেই এ সমাজে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, খুন-খারাবি, চুরি-ডাকাতি, হিংসা-বিদ্বেষ ইত্যাদি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজকের গুরুত্বপূর্ণ এ বিষয়টি নিয়ে যৎসামান্য আলোচনা করার প্রয়াস পাচ্ছি। সাতকানিয়া, মনুফকিরহাট, কাঞ্চনাস্থ শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের ১৫তম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন, হযরত বড় হুজুর ও ছোট হুজুর (রহ.) এবং সকল মুরুব্বীগণের ইছালে ছওয়াব মাহফিলে সভাপতির বক্তব্যে শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক, মাওলানা শাহ্জাদা মহিউদ্দিন মজিদি উপরোক্ত মন্তব্য করেন।

গত ৩১ জানুয়ারি ২০২৫ সকাল ৯টা অনুষ্ঠিত মাহফিলে কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আহমাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা করেন জাফরাবাদ ফাযিল মাদ্রাসার অধ্যাপক আলহাজ্ব মাওলানা ইউছুফ বিন্-নূরী, কাঞ্চনা আনোয়ারুল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান শামসী, মাওলানা মোহাম্মদ ফারুক, হাফেজ মাওলানা আবুল হায়াত মিয়াজী, হাফেজ ক্বারী আব্দুর রশিদ। মাহফিলে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব জেদ্দা আল-বাওয়াদি হাফেজ ক্বারী ইব্রাহিম। এতে আরো উপস্থিত ছিলেন মাওলানা এম.এ কামাল উদ্দিন, সাহেদুল আলম, মাওলানা সাজ্জাদ হোসেন, হাফেজ জালাল উদ্দিন, হাফেজ যায়েদ, মাওলানা আবু তাহের, মোহাম্মদ সায়েদুল আলম, রায়হান বিন আহমদ হোসেন চৌধুরী প্রমুখ।


Related posts

রাউলিবাগ বায়তুল আমান জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের পরিদর্শন করলেন সিটি মেয়র ডা শাহাদাত হোসেন

Mohammad Mustafa Kamal Nejami

চমেক হাসপাতালের পরিচালক তসলিম উদ্দিনের সংবর্ধনা

Chatgarsangbad.net

চন্দনাইশে গরু চুরির হিড়িক- এক সপ্তাহে ১১ গরু চুরি, ১ জন গুলিবিদ্ধ

Chatgarsangbad.net

Leave a Comment