বাছাইকৃত খবরবাংলাদেশ

ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ


নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহস্থ বাসার ফটকে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ডে ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। রাফিয়ার পরিবার জানায়, অগ্নিকাণ্ডের পর বাসায় থাকা লোকজন আগুন দ্রুত আগুন নিভিয়ে ফেলে।

এ ঘটনায় উম্মা উসওয়াতুন রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন রাদ কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেছেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

জুলকারনাইন বলেন, ঘটনা টের পাওয়ায় কোনো বড় অঘটন ঘটেনি। তবে তারা আতংকে আছেন।ঘটনার সময় তারা ৪-৫ জন বাসায় ছিলেন।

এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বিস্ফারক দ্রব্য আইনে কোতোয়ালী থানায় মামলা হয়েছে।


Related posts

কাপ্তাইয়ে ১৫ কেজি ওজনের অজগর অবমুক্ত

Mohammad Mustafa Kamal Nejami

খাবারের মোড়কে ভুল তথ্য, ৩৪ শতাংশে হৃদরোগের ঝুঁকি

Chatgarsangbad.net

ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

Chatgarsangbad.net

Leave a Comment