টেকনাফের শুক্কুর’র পেটে পৌণে ৪ হাজার ইয়াবা!


শ.ম.গফুর, ভ্রাম্যমাণ প্রতিবেদক:

টেকনাফের শুক্কুর,একজন পেশাদার ইয়াবা কারবারি।সে ইয়াবা জানে না এমন কোন কায়দা নেই।একজন পাচারকারী সু-চতুর বললেই অত্যুক্তি হবেনা।তেমনি অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে আটক হয়েছেন করেছে নারায়ণগঞ্জে।তাকে র‌্যাব-১১’র একটি টিম ইয়াবা সহ আটক করতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে অবস্থিত জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ইয়াবা পাচারকারীর পেটের ভেতর থেকে উদ্ধার করা হয় এই বিপুল পরিমাণ ইয়াবা।আটককৃত শুক্কুর আলী (৩১) টেকনাফ উপজেলার সাতঘরিয়া পাড়া এলাকার মৃত আলী মিয়ার পুত্র।

নারায়ণগঞ্জের আদমজীনগরস্থ র‌্যাব-১১’র মিডিয়া অফিসার ও এএসপি সনদ বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজার সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে শুক্কুর আলীকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে তিনি জানান, বিশেষ কৌশলে তার পেটের ভেতর ইয়াবা রয়েছে।পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) জরুরি বিভাগে নিয়ে কর্তব্যরত ডাক্তারের মাধ্যমে পায়ুপথ দিয়ে ৭৭টি পোটলা ভর্তি ইয়াবা উদ্ধার করা হয়। এতে মোট ৩ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট ছিল। তিনি বলেন, আটককৃত শুকুর আলী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় খাবারের সঙ্গে ইয়াবা ট্যাবলেট পেটের ভেতর ঢুকিয়ে কক্সবাজারের বিভিন্ন এলাকা এনে থেকে ঢাকা ও নারায়ণগঞ্জে বিক্রি এবং সরবরাহ করছিলেন।


Related posts

রাঙামাটি-বান্দরবান সড়কে ৩৬ ঘণ্টার হরতাল

Chatgarsangbad.net

খাগড়াছড়িতে আওয়ামী ৮ নেতাকর্মী আটক

Chatgarsangbad.net

চট্টগ্রামে জাল নোটের মামলায় ১৪ বছর কারাদণ্ড

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment