জয় বাংলা স্লোগান দেওয়ায় দুই যুবলীগ নেতা গ্রেপ্তার


আনোয়ারা প্রতিনিধি :

আনোয়ারায় মহান বিজয় দিবসের রাতে জয়বাংলা শ্লোগান দিয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ ডিসেম্বর) ভোর রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন– উপজেলার চাতরী ইউনিয়নের উত্তর চাতরী এলাকার মৃত নুরুল আবছারের পুত্র তারেক আজিজ (৩২) ও বারখাইন ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৃত ফজল আহমদের পুত্র মো. রাসেল (৩৫)। গ্রেপ্তারকৃত তারেক উপজেলার চাতরী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে গত অক্টোবর মাসের বিএনপি নেতার দায়ের করা একটি রাজনৈতিক মামলাও রয়েছে বলে জানায় পুলিশ।

আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৫ ডিসেম্বর রাতে জয়বাংলা শ্লোগান দিয়ে এলাকায় মিছিলের অভিযোগ রয়েছে। এছাড়া আজিজের বিরুদ্ধে থানায় একটি মামলাও আছে, দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


Related posts

চন্দনাইশে কারিতাসের ত্যাগ ও সেবা অভিযান সম্পন্ন

Mohammad Mustafa Kamal Nejami

মাওলানা রইসের খুনিদের দ্রুত গ্রেপ্তার না করলে হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষিত হবে

Mohammad Mustafa Kamal Nejami

আবারও প্রথম স্থানে চাটগাঁর সংবাদ

Chatgarsangbad.net

Leave a Comment