চন্দনাইশে বৈলতলী ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল


চন্দনাইশ প্রতিনিধি:

পবিত্র রমজান উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চন্দনাইশ উপজেলা বৈলতলী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল এবং ঈদ উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে বৈলতলী ইউনিয়ন পরিষদ মাঠে বৈলতলী ইউনিয়ন বিএনপির আহবায়ক নওশা মিয়ার সভাপতিত্বে ও বৈলতলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সেলিম-উর-রশীদ ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য সচিব আ খ ম মোজাম্মেল হক। সম্মানিত অতিথি ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) চট্টগ্রাম বিভাগীয় কমিটির প্রেসিডেন্ট খন্দকার এম এ হেলাল সিআইপি।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে চন্দনাইশ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামশু উদ্দিন মেম্বার, এডভোকেট শফিউল হক চৌধুরী সেলিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর নুরুল কবির, চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য নুরুল হুদা বাবর, বৈলতলী ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ রহিম, মোঃ সেলিমুল্লাহ্,
মো: ফরিদুল আলম ভুঁইয়া, আনিসুল হক চৌধুরী, উপজেলা যুবদল নেতা শহিদুল ইসলাম, শামসুল আরেফিন মাসুদ, শরাফত আলী, মোঃ ইদ্রিস, মুন্সি মিয়া কামাল উদ্দিন, হান্নান চৌধুরী, দানু মিয়া, জামাল, গিয়াসউদ্দিন, আবু সৈয়দ, মহলছ, তাজুল ইসলাম, জাহেদ প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ওলামা দল নেতা মাওলানা মহিউদ্দিন।

এসময় বক্তারা সবাইকে এক হয়ে দেশের উন্নয়নে বিএনপিকে আগামী নির্বাচনে জয়যুক্ত করার আহ্বান জানান।


Related posts

নিন্ম মধ্যবিত্ত মানুষের সাথে ঈদ-উল-আজহা’র আনন্দ ভাগাভাগি: দি অরা’র

Chatgarsangbad.net

পত্রিকা পরিবহন গাড়ি আটক, হাটহাজারীতে দু’দিন ধরে পত্রিকা বন্ধ!

Chatgarsangbad.net

চন্দনাইশে নানার বাড়ি বেড়াতে এসে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় শিশু নিহত

Chatgarsangbad.net

Leave a Comment