চট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

চন্দনাইশে নানার বাড়ি বেড়াতে এসে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় শিশু নিহত


চন্দনাইশ প্রতিনিধিঃ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দেওয়ানহাটে নানার বাড়ি বেড়াতে এসে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী হানিফ বাসের (ঢাকা মেট্রো ব- ১৫ -৬৯৪৯) ধাক্কায় ৭ বছরের এক শিশু নিহত হয়েছে।

নিহত শিশু, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের প্রবাসী শামসুল আলমের ছেলে সাবিতুল আলম (৭)।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ড দেওয়ানহাটে হযরত পোয়া ফকির (র.) মাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু ৫দিন আগে বাঁশখালী থেকে দোহাজারী খন্দকার বাড়ি নানার বাড়িতে বেড়াতে এসেছে।

জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ড দেওয়ানহাটে হযরত পোয়া ফকির (র.) মাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস শিশু সাবিতুলকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা শিশুটিকে দোহাজারী হাসপাতালে নিয়ে যায়। পরে হানিফ গাড়িটি আটক করে এলাকাবাসী।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানা ওসি খান মো. এরফান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে দোহাজারী দেওয়ানহাট এলাকায় বাসের ধাক্কায় শিশু নিহত হয়। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি আটক করে। ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ বুঝিয়ে দেয়া হয়েছে।


Related posts

চন্দনাইশে এইচএসসি পরীক্ষার্থীর মোবাইল ফোন ছিনতাই ঘটনায় কিশোর গ্যাং এর সদস্যসহ গ্রেফতার ৪

Chatgarsangbad.net

এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

Chatgarsangbad.net

৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

Chatgarsangbad.net

Leave a Comment