চট্টগ্রামের দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার


নিউজ ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মোকাম্মেল হক তালুকদার ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মেম্বারকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মোকাম্মেল হক তালুকদার ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মেম্বারকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

 


Related posts

চন্দনাইশ দোহাজারী পৌরসভা আ’লীগের সভাপতি মোঃ আব্দুল শুক্কুর গ্রেপ্তার

Chatgarsangbad.net

অস্ট্রিয়ায় লকডাউন প্রত্যাহার তুলে নিল অস্ট্রিয়া

Chatgarsangbad.net

চন্দনাইশে যায়যায়দিনের ১৯তম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন

Chatgarsangbad.net

Leave a Comment