আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

পতেঙ্গার স্টিলমিল সড়কে বাসচাপায় প্রাণ গেল এক নারীর


নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পতেঙ্গার স্টিলমিল সড়কে বাসচাপায় এক অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে স্টিলমিল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গার্মেন্টস কর্মীদের বহনকারী একটি বাস দ্রুতগতিতে এসে ওই নারীকে চাপা দেয়। এতে তার পা থেকে কোমর পর্যন্ত থেঁতলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানেই সেই নারীর মৃত্যু হয়েছে।

স্টিলমিল বাজারের স্থানীয় দোকানদার নজরুল ইসলাম বলেন, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির বাসটি এসে এই নারীকে চাপা দেয়। আহত অবস্থায় আমরা মিলে তাকে হাসপাতালে পাঠাই। তাকে দেখে মনে হয়েছে গার্মেন্টস কর্মী।

খবর পেয়ে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। নিহত নারীর পরিচয় নিশ্চিতে চেষ্টা চলছে।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর