চট্টগ্রামের চন্দনাইশে মাটি ও পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, স্কেভেটর জব্দ


চন্দনাইশ প্রতিনিধি

শুকনো মৌসুমে দেশের প্রত্যন্ত অঞ্চলে বেড়ে যায় মাটি ও পাহাড় কাটার প্রবণতা। চন্দনাইশ উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এ সকল স্থানেও মাটি ও পাহাড় কর্তনের প্রবণতা দেখা যায়। কিছু ভূমিদস্যু এবং প্রভাবশালী ব্যক্তিরা এ সকল কাজ গোপনে করে থাকে। তবে এই মাটি ও পাহাড় কাটার বিরুদ্ধে চন্দনাইশ উপজেলা প্রশাসনের তৎপরতা প্রশংসনীয় এবং চোখে পড়ার মতো। বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা নিয়মিতভাবে এ ব্যাপারে মোবাইলকোর্ট পরিচালনা করছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর ৬টা থেকে সকাল সাড়ে ১০টায় চন্দনাইশ উপজেলার হাশিমপুর ও কাঞ্চননগর পাহাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। ঘটনাস্থলে মাটি কাটার সঙ্গে যুক্ত কাউকে পাওয়া যায়নি। এসময় স্কেভেটর জব্দ করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিব হোসেন। সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। সহযোগিতা করেন থানার একটি পুলিশের টিম, আনসার ও ভূমি অফিসের কর্মকর্তা- কর্মচারীরা।

উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিব হোসেন জানান,অভিযানে পাহাড় ও কৃষিজমির টপসয়েল কাটার সত্যতা পাওয়া গেছে। স্কেভেটর জব্দ করা হয়েছে।
পাহাড় কাটা ও কৃষিজমির টপসয়েল জড়িতদের আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। মাটি কাটা এবং পাহাড় কাটার ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ পলিসি অবলম্বন করছি। দিন–রাত যখনই মাটি বা পাহাড় কাটার খবর আসছে আমরা তখনই অভিযান পরিচালনা করছি।


Related posts

সালাহ উদ্দিন আহমেদকে ঈদগাঁওবাসীর ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

Mohammad Mustafa Kamal Nejami

চন্দনাইশে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আনোয়ার চৌধুরী

Mohammad Mustafa Kamal Nejami

বাঁশখালীতে বিদ্যুৎস্পষ্টে এক কৃষকের মৃত্যু!

Chatgarsangbad.net

Leave a Comment