আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সালাহ উদ্দিন আহমেদকে ঈদগাঁওবাসীর ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন


শেফাইল উদ্দিন: কক্সবাজার -রামু- ঈদগাঁওয়ের সাবেক এমপি ইন্জিনিয়ার মো. সহিদুজ্জামানকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত করায় ঈদগাঁওবাসী ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কে।

শুক্রবার (২২ আগস্ট) বিকালে ঈদগাঁও বাসস্ট্যান্ডে উপজেলার ত্যাগী বিএনপি নেতা কর্মী ও স্থানীয় জনতা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় দলীয় নেতা কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এম মমতাজুল ইসলাম, ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুর রহমান শহীদ, সাবেক সাধারণ সম্পাদক শওকত আলম শওকত, সাবেক সিনিয়র সহ-সভাপতি মনজুর আলম, জেলা বিএনপির সদস্য জানে আলম,ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক চেয়ারম্যান, চৌফলদণ্ডী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার নুরুল আমিন, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলতান আহমদ, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকারিয়া মেম্বার, সাবেক যুগ্ম আহ্বায়ক ডাঃ একেরামুল হক, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম উল্লাহ সেলিম,
উপজেলা স্বেচ্ছাসেবক দল সাবেক সভাপতি হারুন অর রশিদ, রশিদ নগর বিএনপি নেতা আজিজুর রহমান সিকদার, ঈদগাঁও বিএনপি নেতা মোঃ শাহজাহান, যুবদল নেতা উমর ফারুক লিটন,কায়েসুল ইসলাম, মোশাররফ হোসেন,নাজিম উদ্দিন সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

বিকালে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করতে থাকে দলীয় নেতা কর্মী ও সহিদুজ্জামান পাগল জনগণ। সালাহ উদ্দিন আহমেদ ঈদগাঁও বাসস্ট্যান্ডে প্রবেশ করলে জনগণ কৃতজ্ঞতা, অভিনন্দন এবং ফুলেল শুভেচ্ছা জানান। মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

দীর্ঘ দিন পরে হলেও এ জনপদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোঃ সহিদুজ্জামান কে জাতীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত করায় দলীয় নেতা কর্মীদের মাঝে প্রান ফিরে এসেছে। উজ্জীবিত হয়েছেন ত্যাগী নেতাকর্মীরা এমন অভিমত প্রকাশ করেন ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলম শওকত ‌।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর