গভীর রাতে সেনাবাহিনীর অভিযান ড্রেজার মেশিন আটক ১


সাইফুল ইসলাম সাতকানিয়া সংবাদদাতা >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নে সেনাবাহিনী ও এনএসআই যৌথ অভিযানে,বোরবাজার এলাকার সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তলনের সময় ড্রেজার মেশিন সহ একজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।শনিবার (২৫ জানুয়ারি) উপজেলার বাজালিয়া ইউনিয়নের ০১নং ওয়ার্ড বোরবাজার এলাকায় এ যৌথ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনীর মেজর ফরহান,সার্বিক সহযোগিতায় ছিলেন,এনএসআই’র সদস্যরা।আটককৃত – মোঃ নজরুল ইসলাম (৫৫),উপজেলার বাজালিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বোরবাজার এলাকার,আঃ রশিদ’র পুত্র।সাতকানিয়া সেনা ক্যাম্প ও গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যায়।এনএসআই এর তথ্যের ভিত্তিতে,বোরবাজার নামক স্থানে সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তলনের দায়ে সেনাবাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করে একজনকে আটক করা হয় এসময় একটি ড্রেজার মেশিন ও ২শত ৫০ ফুট পাইপ জব্দ করা হয়।জনস্বার্থে দেশের জান মাল রক্ষার্থে, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।


Related posts

চন্দনাইশে ৪ দিন ধরে প্রায় দেড়শত পরিবার বিদ্যুৎ বঞ্চিত, ভোগান্তি ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

Mohammad Mustafa Kamal Nejami

পতেঙ্গায় অবসরপ্রাপ্ত শিক্ষকের জায়গা দখলে এবার সাঁটানো হলো সাইনবোর্ড

Chatgarsangbad.net

চন্দনাইশে রাত ৮টার পর দোকান খোলা রেখে জরিমানা গুনলো ১৬ প্রতিষ্ঠান

Chatgarsangbad.net

Leave a Comment