কক্সবাজারচট্টগ্রামটপ নিউজবাছাইকৃত খবর

কুতুবদিয়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু


নিউজ ডেস্ক: কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫-নভেম্বর) উপজেলার কৈয়ারবিল ও দক্ষিণ ধুরুং ইউনিয়নে মর্মান্তিক এসব দুর্ঘটনা ঘটে।

স্থানীয় স্বাস্থ্য বিভাগের তথ্য মতে- নিহত শিশুরা হল- কক্সবাজার পৌরসভার চরপাড়ার ইলিয়াসের ছেলে আব্দুল্লাহ (১) ও রামুর গর্জনিয়া ইউনিয়নের বড় বাগছড়ির কবির আহমদের মেয়ে জোসনা আকতার (৮) এবং উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেলাল হোছাইনের ছেলে তাফসির (৪)।

স্থানীয়রা জানান, চলতি উৎপাদন মৌসুমে শুটকি শুকানোর কাজে মজুরি ভিত্তিতে কুতুবদিয়া কৈয়ারবিলের মৌলভীপাড়া এলাকায় অস্থায়ীভাবে সস্ত্রীক অবস্থান করছিলেন ইলিয়াস। ছোট শিশু আব্দুল্লাহকে দেখাশোনা করার জন্য ইলিয়াছের শালিকার মেয়ে (অর্থাৎ আব্দুল্লাহর খালাতো বোন) জোসনাকেও সঙ্গে আনেন তারা।

প্রত্যক্ষদর্শীরা বলছে, শনিবার সকাল ৯টার দিকে পুকুর পাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশতঃ আব্দুল্লাহ পানিতে পড়ে গেলে তাকে উদ্ধারের জন্য জোসনাও ঝাঁপ দেয় পুকুরে। এতে দু’জনেরই মৃত্যু হয়।

অপরদিকে, দুপুর দেড়টার দিকে তাফসিরও সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পৃথক দু’ঘটনায় স্থানীয়রা শিশুদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা জানান, পারিবারিক অসচেতনতা ও যত্রতত্র পুকুর- দু’কারণেই পানিতে ডুবে মৃত্যুর হার কমছে না। স্থানীয় জনপ্রতিনিধি ও কোস্ট ফাউন্ডেশন নিয়ে জনসচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হবে।

 


Related posts

কক্সবাজারে ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

Chatgarsangbad.net

চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

Chatgarsangbad.net

রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইদ্রিচ

Chatgarsangbad.net

Leave a Comment