ওয়েস্ট উইন্ডিজের টেস্ট দল ঘোষণা


স্পোর্টস ডেস্ক

আসছে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে চোটের কারণে জায়গা হয়নি অলরাউন্ডার জেসন হোল্ডারের। তবে তার জায়গায় দলে এসেছেন আরেক অলরাউন্ডার অ্যান্ডারসন।

দলে ফিরেছেন স্পিনার কেভিন সিনক্লেয়ার। এছাড়া সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রামে থাকা আলজারি জোসেফও ফিরেছেন দলে। ফলে ক্রেইগ ব্রাথওয়েটের নেতৃত্বে পূর্ণ শক্তির দলই ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।

গত আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ ব্রাথওয়েটের দল টেস্ট সিরিজ খেলেছে। যেখানে সেই সিরিজের স্কোয়াডে ৪টি পরিবর্তন এনে এই স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তার একটি আবার কাঁধের চোটের কারণে।

সিনক্লেয়ার দলে ফিরেছেন আরেক স্পিনার ব্রাইন চার্লসের জায়গায়। দক্ষিণ আফ্রিকা সিরিজে ম্যাচ খেলার সুযোগ পাননি এই স্পিনার। সিনক্লেয়ার এখন পর্যন্ত টেস্ট খেলেছেন ২টি, উইকেট নিয়েছেন ৪টি। এ ছাড়া বাংলাদেশ সিরিজে রাখা হয়নি স্পিনার গুড়াকেশ মোতিকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ১-০ ব্যবধানে সিরিজ হেরেছে। বাংলাদেশও সর্বশেষ টেস্ট সিরিজ এই দক্ষিণ আফ্রিকার সঙ্গেই খেলেছে। বাংলাদেশ হেরেছে ২-০ ব্যবধানে।

আগামী ২২ নভেম্বর সিরিজের প্রথম টেস্ট। সিরিজের প্রথম ম্যাচ নর্থ সাউন্ডে। দ্বিতীয় টেস্ট কিংস্টনে, শুরু ৩০ নভেম্বর।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ক্রেইগ ব্রাথওয়েট, জশুয়া ড সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, টেভিন ইমালচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেইডেন সিলস, কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিকান।


Related posts

রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের ভবন সংস্কার কাজের উদ্বোধন ও ইফতার মাহফিল

Md Maruf

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

Mohammad Mustafa Kamal Nejami

বিটিসিএল ও গ্রামীনফোনে আইআইইউসির ইটিই বিভাগের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সম্পন্ন

Chatgarsangbad.net

Leave a Comment