ঈদগাঁতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষকের জায়গা জবর দখলের চেষ্টা


নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের ঈদগাঁওতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষকের জায়গা জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে। জবরদখলকারীরা পুলিশের সামনে শিক্ষককে প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি দেয়। শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের পূর্ব লরাবাক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

জানা যায়, জালালাবাদ ইউনিয়নের পূর্ব লরাবাক এলাকার অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল হকের দীর্ঘদিনের ভোগদখলীয় জায়গার উপর লোলুপ দৃষ্টি পড়ে স্থানীয় প্রভাবশালী চক্রের। এরা বিভিন্ন সময় উক্ত জায়গা দখলে নিতে বিভিন্ন অপপায়তারা চালিয়ে আসছে। এ প্রভাবশালী চক্রের মূল হোতা একই এলাকার মৃত ইউসুফ আলীর পুত্র নুরুল ইসলাম জুলু বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জজ আদালতে মিথ্যা তথ্য দিয়ে এ জমির উপর ১৪৪ ধারা চেয়ে এম.আর. 03/2008নম্বর মামলা দায়ের করিলে বিজ্ঞ আদালত মামলাটি খারিজ করে দেন।

এরপর জুলু গং উক্ত জমি জবর দখলে নিতে আরও বেপরোয়া হয়ে উঠলে জমির মালিক শিক্ষক সিরাজুল হক বাদী হয়ে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে বিজ্ঞ আদালতে ৬৯/২০২৬ মামলা দায়ের করেন। আদালত উক্ত জমিতে 22/03/2023সালে বিবাদীগণকে চিরস্থায়ী নিষেধাজ্ঞা দ্বারা বারিত করেন। উক্ত নিষেধাজ্ঞা পাওয়ার পর বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে হুমকি ধমকি দিতে থাকে। এরপর শিক্ষক সিরাজুল হক নিরুপায় হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারা চেয়ে আবেদন করেন। বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) কে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল এবং ঈদগাঁও থানার অফিসার ইনচার্জকে বিরোধীয় জায়গায় শান্তি শৃঙ্খলা রাখার নির্দেশ দেন। ঈদগাঁও থানার দায়িত্ব প্রাপ্ত এ.এস.আই মোঃ আবদুল্লাহ আল নোমান সরেজমিনে তদন্ত করে বিরোধীয় জমি শিক্ষক সিরাজুল হকের দখলে আছে দেখিয়া বিবাদীগণকে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং ধার্য্য তারিখে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

বিবাদীগণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘটনার দিন প্রকাশ্যে জমিতে বাসা বাঁধার চেষ্টা করে। বাদী সিরাজুল হক ৯৯৯ এ ফোন করলে ঈদগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।পুলিশের উপস্থিতিতে জবরদখলকারী গং এর মূল হোতা জুলু প্রকাশ্যে শিক্ষক সিরাজুল হককে প্রাণ নাশের হুমকি দেয়। পুলিশ বিবাদীগণকে বাসা তৈরীর গাছ বাঁশ সরিয়ে নিতে নির্দেশ দেন এবং বিজ্ঞ আদালতের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এ জমিতে কোন ভাবে দখল করার অপচেষ্টা না করার নির্দেশ দেন।

শিক্ষক সিরাজুল হক জানান, নুরুল ইসলাম জুলু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আমার জায়গায় জবর দখলের চেষ্টা করে এবং পুলিশের সামনে আমাকে প্রকাশ্যে প্রান নাশের হুমকি দেয় আর জুলু যে দলিল নিয়ে জায়গা দাবি করছে সেটা অন্য জায়গায়।অভিযোগ উঠা নুরুল ইসলাম জুলুর সাথে কথা হলে দলিল মুলে জায়গা পাবে বলে দাবি করেন।

ঘটনা স্থল পরিদর্শনকারী পুলিশ এএসআই জহিরুল ইসলাম সুমন আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণকরি এবং উক্ত জায়গায় স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

ঈদগাঁও থানার অফিসার্স ইনচার্জ ফরিদা ইয়াসমিনের সাথে কথা হলে জানান, ঈদগাঁও থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। পুলিশের সামনে শিক্ষককে হত্যার হুমকির বিষয়টি দেখা হচ্ছে বলে জানান।এলাকাবাসী রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।


Related posts

বরমায় শহিদ আব্দুস সবুরের স্মরণ সভা সম্পন্ন

Chatgarsangbad.net

বাঁশখালীতে এক গৃহবধুর রহস্যজনক আত্মহত্যা

Md Maruf

লোহাগাড়ায় ফেন্সিডিল কাণ্ডে থানার এসআই প্রত্যাহার

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment