আজ ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

লোহাগাড়ায় ফেন্সিডিল কাণ্ডে থানার এসআই প্রত্যাহার


নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় ফেন্সিডিল কাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে লোহাগাড়া থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এর আগে, বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে উপজেলার চুনতি স্টেশন এলাকায় স্থানীয়রা তিন সোর্সকে ফেন্সিডিলসহ আটক করে। পরে সেনা ক্যাম্পে নিয়ে গেলে জিজ্ঞাসাবাদে এসআই কামালের নাম উঠে আসে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে বিষয়টি নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হলে পুলিশ প্রশাসন এসআই কামালকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এসআই কামাল হোসেনকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’

এদিকে ফেন্সিডিলসহ আটক হওয়া তিন সোর্সের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর