বাছাইকৃত খবরবাংলাদেশসব খবর

আমার আত্মা কিয়ামত পর্যন্ত কাঁদবে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

“আমার আত্মা কিয়ামত পর্যন্ত কাঁদবে”—জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় এমন আবেগঘন বার্তাই সামনে এসেছে।

সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ তিন সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করে।

রায় ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস মহিউদ্দিন খান একটি পুরোনো চিঠি প্রকাশ করেন, যার ক্যাপশন দেন—“অবিচার থেকে বিচার।” পোস্ট করা চিঠিটি যুদ্ধাপরাধে দণ্ডিত কাদের মোল্লার হাতের লেখা বলে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে কাদের মোল্লা লিখেছেন—

“প্রিয় রনি,
যদি কখনো সময় পাও এবং তোমার ইচ্ছা হয়, তবে আমার ফাঁসির পর অন্তত একবার বলো বা লিখো—কাদের মোল্লা আর ‘কসাই কাদের’ এক ব্যক্তি নয়।
আমার আত্মা কিয়ামত পর্যন্ত কাঁদবে, আর ‘কসাই কাদের’ তখন কিয়ামত পর্যন্ত হাসবে।
—কাদের মোল্লা”

বাংলাদেশের খবর/ শেখ হাসিনার বিচার রায়/ চাটগাঁর সংবাদ বাংলানিউজ


Related posts

আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা: জয়

Chatgarsangbad.net

এলএনজি অবকাঠামো ব্যবহারে এশিয়ায় সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ

Chatgarsangbad.net

শিবগঞ্জের তরুণ সমাজ সেবক হিসেবে কাজ করছেন শরিফুল ইসলাম

Chatgarsangbad.net

Leave a Comment