আন্তর্জাতিক বিশ্বতানের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা হাসানা মালেককে শ্রদ্ধা


নিউজ ডেস্ক: আজ আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি এক মহান নারীকে—বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিক, নিবেদিত প্রাণ সমাজসেবিকা হাসনা মালেককে। তাঁর জীবন ছিল সংগ্রামের, আদর্শের, এবং মানুষের কল্যাণে নিবেদিত এক অনন্য দৃষ্টান্ত।

বাংলার স্বাধীনতার মহান যুদ্ধে তিনি নিজের জীবনকে বাজি রেখে লড়েছেন দেশমাতৃকার জন্য। মুক্তিযুদ্ধের সেই অগ্নিপরীক্ষায় তাঁর সাহসিকতা ও দেশপ্রেম আজও আমাদের প্রেরণার উৎস।

শুধু মুক্তিযোদ্ধা হিসেবেই নয়, তিনি ছিলেন জনমানুষের নেতা, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এক সত্যিকারের সমাজসেবিকা। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, মানবিকতা ও আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

আমরা বিশ্বাস করি—হাসনা মালেকের জীবন ও কর্ম আগামী প্রজন্মকে সত্য, ন্যায়, দেশপ্রেম ও মানবতার পথে চলতে অনুপ্রেরণা জোগাবে।

আজকের এই দিনে আমরা তাঁকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।

শ্রদ্ধাঞ্জলি জানাতে আসেন হাসনা মালেকের পরিবার থেকে বিএনপির জননেতা আব্দুল আলিম সপন,নগরপিতা মেয়র ডা: শাহাদাৎ হোসেনের পি,এস,আবদুল আহাদ রিপন রিপন,উঁনার কন্যা নাহিদা আক্তার নাজু,উঁনার মেয়ের জামাই হাসিব উল শাহারির ইমন ও নাতি নাতনিরা সাথে ছিলো আন্তর্জাতিক বিশ্বতান এর প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহা, উপদেষ্টামন্ডলী ও কর্মকর্তাবৃন্দ।


Related posts

ইফতার সামগ্রী বিতরণ করেছেন চান্দগাঁও শাখার জাতীয় শ্রমিক লীগ

Chatgarsangbad.net

ঈদগাঁওতে পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন

Chatgarsangbad.net

চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদলের ৮টি ইউনিয়নের কমিটি বিলুপ্ত

Chatgarsangbad.net

Leave a Comment