আহত মহিউদ্দিনের পরিবারের পাশে দাড়ালেন যুব সংগঠক-মানবিক নেতা ওয়াহিদ হাসান


অনলাইন ডেস্ক

পিতৃহীন মহিউদ্দিন পেশায় একজন রাজমিস্ত্রীর হেলপার। পরিবারের ৪ সদস্য নিয়ে পতেঙ্গায় এলাকায় ১০ ফিটের একটি ঘরে মানবেতর জীবনযাপন তাদের । গত ৩ মাস আগে বাসায় ফেরার পথে মহিউদ্দিন সড়ক দূর্ঘটনায় তার পায়ের হাড় দু টুকরো হয়ে যায়। আর্থিক অসচ্ছলতায় কবিরাজের লতাপাতা দিয়ে চিকিৎসার কারণে পা হারাতে বসেছে মহিউদ্দিন। সুচিকিৎসার অভাবে দিন দিন মহিউদ্দিনের শরীরের অবনতি দেখে তার পরিবার পতেঙ্গার যুব সংগঠক ও মানবিক ব্যাক্তিত্ব ওয়াহিদ হাসানের শরণাপন্ন হয়। বিষয়টি জানার পর ওয়াহিদ হাসান মহিউদ্দিনকে দেখতে ছুটে যান। ব্যাক্তিগত ভাবে আর্থিক সহযোগীতার সিন্ধান্ত নিলেও মহিউদ্দিনের পরিবারের অস্বচ্ছলতার অবস্থা দেখে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। প্রায় তিন মাস ধরে অর্থের অভাবে বিনা চিকিৎসায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেটি ঘরে পড়ে আছে। এভাবে থাকলে একটা সময় চিরদিনের মত পঙ্গু হয়ে যাবে মহিউদ্দিন। মহিউদ্দিনের পরিবারিক ও শারীরিক অবস্থা দেখে তার চিকিৎসার পুরো দায়িত্ব কাধে তুলে নিনেল ওয়াহিদ হাসান। ওয়াহিদ হাসান অতীতেও বেশ কিছু মানবিক উদ্যোগ সফল ভাবে সম্পন্ন করেছেন। তারই ধারাবাহিকতায় মহিউদ্দিনের সুচিকিৎসার জন্য অর্থোপেডিক ডাক্তার দেখানোর সিদ্ধান্ত নিলেন। মহিউদ্দিনের সুচিকিৎসার জন্য ওয়াহিদ হাসানের আহ্বানে এগিয়ে আসেন বিভিন্ন সামাজিক সংগঠন ও পরিচিত মুখ।

গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় এলাকার গন্যমান্য ব্যাক্তি ও সামাজিক সংগঠনের দায়িত্বে কাজ করা তরুনদের উপস্থিতিতে মহিউদ্দিনের মায়ের হাতে ৭০ হাজার টাকা তুলে দেন ওয়াহিদ হাসান। অনুদান প্রদানকালে ওয়াহিদ হাসান বলেন, আমি চাই তরুনরা বেশি বেশি মানবিক কাজে এগিয়ে আসুক। সমাজের অবহেলিত মানুষের পাশে দাড়াবে। সামাজিক দায়বদ্ধতা তৈরি হোক নিজদের মধ্যে। আগামী ১৯ সেপ্টেম্বর মহিউদ্দিনের অপারেশন নগরীর একটি হাসপাতালে সফল ভাবে সম্পন্ন হবে আশাকরি মহিউদ্দিন সুস্থ হয়ে আগের অবস্থায় ফিরে আসবে এবং পরিবারের দায়িত্ব নিবে। এসময় উপস্থিত ছিলেন, গাজী ওয়্যারস এর সাবেক এমডি ইন্জিনিয়ার আব্দুস সবুর,পতেঙ্গা নাগরিক পরিষদের আহবায়ক সাবেক ব্যাংকার আবদুল হাই , মোহাম্মদ আলী (চৌধুরী), হানিফ , পিংকি, হোসেন আহম্মদ পাড়া ছাত্র-যুব পরিষদের ইব্রাহিম, খেজুরতলা সমাজ উন্নয়ন পরিষদের মারুফ উদ্দীন, হিউম্যান এইড পতেঙ্গা মোজাম্মেল হোসাইন অনিক, নুর মোহাম্মদ বাদশা, পতেঙ্গা ব্লাড ব্যাংকের ইমরান, কাউসার প্রমুখ।


Related posts

উন্নত জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই: এটিএম পেয়ারুল

Chatgarsangbad.net

চন্দনাইশে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে মহিউদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Chatgarsangbad.net

অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment