Hom Sliderবাংলাদেশ

চট্টগ্রাম-১০ আসনে ভোট গ্রহণ চলছে


চাটগাঁর সংবাদ ডেস্ক: ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এই আসনে মোট ১৫৬টি কেন্দ্রের ২০১টি বুথে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রগুলোর মধ্যে ৯৫টি সাধারণ। বাকি ৫৯ কেন্দ্র গুরুত্বপূর্ণ। প্রতিটি সাধারণ কেন্দ্রে ১৫ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৬ জন করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন আছে। ৪ প্লাটুন বিজিবি, র‍্যাবের ৪টি টহলদল ও পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে।

আসনের উপনির্বাচনে প্রার্থী ৬ জন। আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম (লাঙ্গল), তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মো. মহিউদ্দিন বাচ্চু ও লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী সামশুল আলমের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচনে মোট চার লাখ ৮৮ হাজার ৬৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

তথ্যসূত্র: ইত্তেফাক


Related posts

পবিত্র কুরআনের বর্ণনায় সফল ব্যক্তিদের গুণাবলী

Chatgarsangbad.net

মানববর্জ্য ব্যবস্থাপনায় চসিক’র সহযোগীতা চায় ওয়াসা

Chatgarsangbad.net

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হলেন চন্দনাইশের কৃতি সন্তান ফরিদা আখতার

Chatgarsangbad.net

Leave a Comment