আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: আইআইইউসি’র ওয়েবিনার

আইআইইউসি’তে ‘বাংলাদেশ ২০৪১: স্মার্ট ভিশন ফর দ্য ফিউচার’ ওয়েবিনার


চাটগাঁর সংবাদ ডেস্ক: ‘বাংলাদেশ ২০৪১: স্মার্ট ভিশন ফর দ্য ফিউচার’ শীর্ষক ওয়েবিনার আয়োজন করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)। শুক্রবার (২৮ জুলাই) আইআইইউসি’র ইলেক্ট্রনিক ও টেলিযোগাযোগ বিভাগের (ইটিই) ইটিই ইলেক্ট্রনিক সোসাইটি এই ওয়েবিনার আয়োজন করে।

ওয়েবিনারে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বোর্ড অফ ট্রাস্টিজ এর সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ফিমেইল একাডেমিক জোনের চেয়ারম্যান, মিসেস রিজিয়া রেজা চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ এফ এম আকতারুজ্জামান কায়সার।

অনুষ্ঠানে প্রধান অতিথি মিসেস রিজিয়া রেজা চৌধুরী বলেন, ‘দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে বর্তমান সরকারের সুপরিকল্পিত অগ্রযাত্রার প্রশংসা করে সকল প্রকৌশল শিক্ষার্থীকে যার যার অবস্থান থেকে সচেষ্ট হয়ে এগিয়ে আসতে হবে।’

তিনি আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সকল শিক্ষার্থী এব্যাপারে সচেষ্ট হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। এছাড়া তিনি আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইলেক্ট্রনিক ও টেলিযোগাযোগ বিভাগের এ সময়োপোযোগী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

বিশেষ অতিথির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব এ এফ এম আকতারুজ্জামান কায়সার দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর এবং এর পরবর্তী ধাপ হিসেবে স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রায় বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বেতবুনিয়ায় ভূ-উপগ্রহকেন্দ্র স্থাপনের সময় থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপনের ঘটনার কথা উল্লেখ করেন। দেশের ক্রমবর্ধমান উন্নয়নের এই অগ্রযাত্রার নেপথ্যে যারা কাজ করেছেন তাদের সাধুবাদ জানান তিনি।

ইলেক্ট্রনিক ও টেলিযোগাযোগ বিভাগের শিক্ষকমণ্ডলীর উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অভিজ্ঞ সলিউশন আর্কিটেক্ট জনাব আবু নাসের মোহাম্মদ মইনুদ্দিন। তিনি স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারের নির্ধারিত চারটি ভিত্তি তথা স্মার্ট সিটিজেন, স্মার্ট গভারন্যান্স, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি এর পরিচয় এবং এর বাস্তবায়নে সরকারের হাতে হাতে নেয়া বছরভিত্তিক পরিকল্পনাসমূহ বিস্তারিতভাবে উল্লেখ করেন। তাছাড়া তিনি ভবিষ্যতের প্রকৌশলীগণ কিভাবে নিজেদের স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের জন্য তৈরি করতে পারে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়তে আইওটি এর উপর বিশেষ জোর দেয়ার ব্যাপারে পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানের সম্পূর্ণ অংশ জুড়ে সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন দেখা গেছে। এমন অনুষ্ঠান ধারাবাহিকভাবে আয়োজনের ব্যাপারে অতিথিবৃন্দ আশাবাদ ও শুভকামনা ব্যক্ত করেন। সবশেষে আইআইইউসি’র ইলেক্ট্রনিক ও টেলিযোগাযোগ বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ জাহিদুর রাশীদের সমাপনী বক্তব্যের মাধ্যমে ওয়েবিনারটি সমাপ্ত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর